সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
দক্ষিণ সুরমা প্রতিনিধি :: দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রী কলেজে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রুহেল আহমদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে গুরুতর আহত হয়েছেন ছাত্রদল নেতা রুহেল। তিনি স্থানীয় কইকুড়ী গ্রামের আছাব আলীর পুত্র।
জানা যায়, আজ সকাল ১০ টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদল জালালপুর ডিগ্রী কলেজ শাখার নেতৃবৃন্দ স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজ শহীদ মিনারে ফুল দিতে যান।
এ সময় ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সুন্দর আলীর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা রড, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে রুহেলসহ কয়েকজন আহত হন। তবে রুহেলের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন হামলার সত্যতা স্বীকার করে এর বাইরে কিছু বলতে রাজী হননি। গুরুতর আহত রুহেলের বড় ভাই সাংবাদিক খালেদ আহমদ মুঠোফোনে জানিয়েছেন, তার ভাইকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Sharing is caring!
S | S | M | T | W | T | F |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | ||||
4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
………………………..
Design and developed by best-bd