সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩৩ অপরাহ্ণ, জুলাই ৪, ২০১৭
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলাার গোবিন্দগঞ্জ বাজারে তাজ ষ্টোর নামক একটি দোকানে হামলা, লুট ও ভাংচুর করেছে স্থানীয় ছাত্রলীগ ক্যাডাররা। গতকাল মঙ্গলবার (৪ জুলাই) রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় তারা। হামলায় দোকান কর্মচারী আবু তাহের গুরুতর আহত হন।
তাজ ষ্টোরের মালিক তাজ উদ্দিন জানিয়েছেন- রাত ৮টার দিকে তিনি দোকানে ছিলেন না। তখন একদল ছাত্রলীগ ক্যাডাররা তার দোকানে হামলা চালায়। দোকানের ক্যাশ থেকে নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায় ও দোকানে ব্যাপক ভাংচুর করে।
জানা যায়- দোকান মালিক তাজ উদ্দিনের সাথে সিলেট সদর উপজেলার আকিলপুর গ্রামের মৃত সোনা মিয়ার মেয়ে ফারহানার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমিকা ফারহানা সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক মিয়ার চাচাতো বোন। অপরদিকে তাজ উদ্দিন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
দীর্ঘদিন প্রেমের সম্পর্ক থাকায় তারা একাধিকবার সিলেটের বিভিন্ন হোটেলে রাতযাপন করে। এক পর্যায়ে ফারহানা গর্ভবতী হয়ে পড়েন। এ খবর জানাজানি হলে আওয়ামী লীগ নেতা আশিক মিয়ার নির্দেশে তার চাচাতো বোনের প্রেমিক তাজ উদ্দিনের দোকানে তাকে প্রাণে মারার উদ্দেশ্যে হামলা চালায়।
হামলাকারীরা এর আগেও কয়েকবার তাজ উদ্দিনকে গুম করে হত্যার হুমকি দিয়ে আসছে বলে জানান তাজ উদ্দিন। তাজ উদ্দিন আরো জানান- তাদের পরিবারের চেয়ে ফারহানাদের পরিবার প্রভাবশালী। তাই ফারহানা ও তাজ উদ্দিন একে অপরকে বিয়ে করতে রাজি থাকলেও ফারহানার পরিবার তার কাছে বিয়ে দিতে রাজি হননি। ফারহানার গর্ভপাত করে সন্তান নষ্ট করার সিদ্ধান্ত নেয় তার চাচাতো ভাই আশিক মিয়া ও তার পরিবার।
এদিকে- এলাকায় অবৈধভাবে গর্ভবতী হওয়ার ঘটনা জানাজানি হলে আ.লীগ নেতা আশিক মিয়ার নির্দেশে এলাকার বিভিন্ন মাদ্রাসার আলেম ওলামা, ছাত্র শিক্ষক ও কতিপয় মুরব্বিয়ান তাজ উদ্দিনের বিরুদ্ধে মিছিল মিটিং করে প্রশাসনের কাছে সর্বোচ্চ শান্তি দাবী করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd