সিলেট ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০১৭
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরী বাড়ির পাশে জৈনক আকিল মিয়ার দোকানের সামনে শামীম ওসমান গ্রুপের সাথে মারামারিতে একজন নিহত হয়। খবর নিয়ে জানা যায়, গত ০৭/০৮/২০১৭ ইং তারিখে বিকাল অনুমান ৪.০০ ঘটিকার দিকে শামীম ওসমান গ্রুপের সদস্য আলী আজকরসহ কয়েকজন মিলে গল্প করিতেছিলেন। এরই মধ্যে হঠাৎ পূর্ব পরিকল্পিতভাবে কিছু সন্ত্রাসী তাদের উপর দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে এতে শামীম ওসমান গ্রুপের আলী আজগর নামে একজন সদস্য গুরুতর আহত হইলে তাকে দ্রুত খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে নিহতের ভাই সুহেল আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তার ভাইকে দেশীয় অস্ত্র দ্বারা কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-১০৬, তারিখ: ০৮/০৮/২০১৭ ইং, ধারা:৩০২/৩৪ দণ্ডবিধি। মামলার আসামিরা হলেন- ১) আহমদ সোহেল, ২) ফারুক মিয়া, ৩) মোঃ মুন্না, ৪) পিয়াস সাহা, ৫) বিল্লাল হোসেন, ৬) মো: রুবেল সহ অজ্ঞাতনামা ৩/৪ জন। ঘটনা বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা মামলা। থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd