সিলেট ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৭
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে গোপন সংবাদের ভিত্তিত্বে সিলেট-তামাবিল মহাসড়কের বাসগাড়ী হতে ৫০ বোতল ”সি-কফ” নামক ফেন্সীডিল সহ দুই মহিলাকে অাটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জনা যায়- বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় জৈন্তাপুর মডেল থানার এসঅাই ইন্দ্রনীল ভট্টাচার্জ রাজন এর নেতৃত্বে এএসঅাই হুমায়ুন এবং কনেষ্টেবল লিপি রানী দেব বাস গাড়ীতে তল্লাসী চালিয়ে ৫০ বোতল সি-কফ নামক ফেন্সীডিল সহ দুই মহিলাকে অাটক করে৷ অাটককৃতরা হলেন জৈন্তাপুর উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী নিজপাট যশপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার স্ত্রী মোছাঃ ফিরোজা বেগম (৪৮) ও নিজপাট তোয়াসীহাটি গ্রামের টিয়া দেব এর স্ত্রী ছায়া দেব (৪৮)৷ চক্রটি দীর্ঘদিন হতে ভারতীয় সীমান্তের মোকামপুঞ্জি, অালুবাগান, ডিবিরহাওর, নলজুরী, টিপরাখলা দিয়ে ভারত হতে জৈন্তাপুরে মাদক দ্রব্য পাঁচার করে অাসছে ৷
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জাহিদ অানোয়ার অাটকের বিষয় নিশ্চিত করে জানান অাটককৃতদের বিরুদ্ধে মাদক অাইনে মামলা দায়ের করে শুক্রবার অাদালতে প্রেরণ করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd