সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, মানুষ তার কৃত কর্মের মধ্যে চিরদিন বেচেঁ থাকে। সমাজে রেখে যাওয়া ভালো দিক গুলি সর্বদা মূল্যায়ণ করে সাধারণ মানুষ। তেমনি ভাবে গোয়াইনঘাট ইউআরসির সহকারী ইন্সট্রাক্টর লুৎফর রহমান তাঁর কৃত কর্মে গোয়াইনঘাটের শিক্ষক সমাজে আজীবন বেচেঁ থাকবেন।
মোঃ লুৎফর রহমান সিলেট বিভাগের শ্রেষ্ট সহকারী ইন্সট্রাক্টর নির্বাচিত হওয়ায় এবং ইন্সট্রাক্টর পদে পদোন্নতি হওয়ায় গোয়াইনঘাট প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্দ্যোগে উপজেলা কৃষি অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হাকিম চৌধুরী এ সব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলার নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও লংলাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হকের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সহকারী ইন্সট্রাক্টর লুৎফর রহমান। নিয়াগুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালিকুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট ইউ.আর.সি ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ.মতিন, বহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদুল কিবরিয়া বকুল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে , নুরুল আমীন, আব্দুস সামাদ, সিরাজুল ইসলাম মামুন. আজমল আলী, মাসুক আহমদ,সিরাজ উদ্দিন , তাজ উদ্দিন ,সমিরন কান্তি দে, রইছ উদ্দিন, সিরাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে বিদায়ী অতিথির সম্মানে মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক আখিনুর সুলতানা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd