দ্বিতীয় ভৈরব রেলসেতু উদ্বোধন ৯ নভেম্বর

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেলসেতু উদ্বোধন হচ্ছে আগামী ৯ নভেম্বর। ইতোমধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়েছে। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে সেতুটি দিয়ে ট্রেন চলাচল।

আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী সেতুটি উদ্বোধন করবেন।

ওইদিন বেলা ১১টা ৩০ মিনিটে সেতুটির ভৈরব প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রী মুজিবুল হক, গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের দিল্লি থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সেতুটির প্রকল্প পরিচালক আব্দুল হাই।

দ্বিতীয় তিতাস ও দ্বিতীয় ভৈরব সেতু নির্মাণ প্রকল্প পরিচালক ও রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) আব্দুল হাই জানান, দ্বিতীয় ভৈরব সেতু নির্মাণ প্রকল্পের কাজ শেষ করা হয়েছে এবং শুক্রবার সকাল থেকে সেতুটি দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..