সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
বিপিএলের
গত আসরে সিলেটভিত্তিক কোনো দল ছিলো না। এক আসর বিরতির পর আবার বিপিএলে ফিরেছে সিলেটের দল। এবার নাম সিলেট সিক্সার্স। বিরতি দিয়ে ফিরলেও তেমন আশাজাগানিয়া দল গড়তে পারেনি নতুন এই ফ্রেঞ্চাইজিটি। ফলে আসরের প্রায় শুরুতেই ব্যাকফুটে সিলেট সিক্সার্স।
দলটির সবচেয়ে বড় তারকা সাব্বির রহমান। গত বিপিএলে রাজশাহী কিংসে ছিলেন তিনি। পাকিস্তানের বাবর আজম, তরুণ পেসার ওসমান খানও আছেন এই দলে। কিন্তু এ দুজন ১৭ নভেম্বরের আগে দলে যোগ দিতে পারবেন না। তাদের আসার আগে সিলেটকে নির্ভর করতে হবে লঙ্কান উপুল থারাঙ্গা, চতুরঙ্গা ডি সিলভাদের উপর। আছেন আন্দ্রে ফ্লেচার, লিয়াম প্লাঙ্কেটরাও।
স্থানীয়দের মধ্যে আবুল হাসান রাজু, মোহাম্মদ শরিফ, নাবিল সামাদ, শুভাগত হোমরা সিলেটের অন্যতম ভরসা। সব মিলিয়ে কাগজে-কলমে দুর্বল দলগুলোর একটি হলেও আসরে দুই একটা অঘটন ঘটিয়ে দিতে পারে সিলেট সিক্সার্স।
বিপিএল ২০১৭-এ সিলেট সিক্সার্স স্কোয়াড
সাব্বির রহমান, বাবর আজম, ক্রিসমার সান্তোকি, ওসমান খান, আন্দ্রে ফ্লেচার, ডেভি জ্যাকবস, লিয়াম প্লাংকেট, রস হোয়াইটলি, চাতুরঙ্গা ডি সিলভা, দসুন শানাকা, নাসির হোসেন, নুরুল হাসান, ওয়েনিদু হাসারঙ্গা, তাইজুল ইসলাম, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম রব্বি, নাবিল সামাদ, গোলাম মুদাসসার, মোহাম্মদ শরিফ, ইমতিয়াজ হোসেন, শরিফুল্লাহ, উপুল থারাঙ্গা, আন্দ্রে ম্যাকার্থি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd