সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পঞ্চম আসরের উদ্বোধন হয়েছে শনিবার। টিকেট বিক্রিতে অব্যবস্থাপনা ও কাউন্সিলরদের পর্যাপ্ত টিকেট না দেওয়ায় সিলেটে বিপিএল বয়কট’র ঘোষণা দিয়েছেন সিলেট জেলা জাতীয় পার্টি সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান।
এক বিবৃতিতে উছমান আলী চেয়ারম্যান বলেন, শনিবার থেকে সিলেটে প্রথম ভারের মত বিপিএল শুরু হয়েছে। কিন্তু সিলেটের ক্রিকেট প্রেমী মানুষরা টিকেট পান নাই। এমন কি আমরা বিরোধী দলে আছি আমাদের দাওয়াত দেওয়া দূরের কথা টিকেট পাওয়া যায়নি। আমি আমার দলের নেতা কর্মীদের জন্য টিকেট চাইলে বিসিবির পরিচালক বলেন, টিকেট তো সব শেষ। টিকেটে নানা অনিয়ম ও দূর্নীতি কারনে সিলেট জেলা জাতীয় পার্টি বিপিএল খেলা ‘বয়কট’ করল।
এরআগে, গত শুক্রবার জেলহত্যা দিবসের অনুষ্ঠানে এমন অভিযোগে বিপিএল’র খেলা বয়কটের ঘোষণা দেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd