আরজেএফ’র জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৭

আজমিন নাহার, ঢাকা থেকে :: রুর‌্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০১৭ এবং ‘গ্রামীন সাংবাদিকতা ও সংবাদপত্র’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) সকালে ঢাকার বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরজেএফ’র চেয়ারম্যান এস.এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আরজেএফ’র উপদেষ্টা ও বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরজেএফ’র উপদেষ্টা আলী নিয়ামত, সাবের আহম্মেদ কাজী সাব্বির, স্থায়ী পরিষদের সদস্যা এ্যাড. মাসুদুর রহমান।

বক্তব্য রাখেন, আরজেএফ’র সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ ম. আমিরুল ইসলাম, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব আল-আমিন শাওন, সাংগঠনিক সম্পাদক সেকান্দর আলম শেখ, নেত্রকোনা আরজেএফ’র সভাপতি দেলোয়ার হোসেন খান, ঢাকা জেলা সভাপতি ছিদ্দিকুর রহমান আযাদী, সাধারণ সম্পাদক এনামুল হক শামীম, মাদারীপুর জেলার সমন্বয়কারী আলী আকবর খোকা, কিশোরগঞ্জ জেলা সভাপতি হেলাল উদ্দিন, রংপুর বিভাগীয় সমন্বয়কারী মো. আনোয়ারুল হক, বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রানা, শরীয়তপুর জেলা অর্থ সম্পাদক মো. রোমান আকন্দ, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান, আমিনা খাতুন ইভা, দপ্তর সম্পাদক সবিতা পলমা মালা, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুন নাহার, সমাজ কল্যাণ সম্পাদক লুৎফুন নাহার রিক্তা প্রমূখ।

অনুষ্ঠানে আরটিভি’র শরীয়তপুর প্রতিনিধি মো. আবুল হোসেন সরদার, ইদিলপুর ইউপি’র চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন শিকারী, সিড্যা ইউপি’র চেয়ারম্যান আলহাজ্ব আলাউদ্দীন আমীন, নড়াইল কালিয়া আরজেএফ’র সদস্য ইশরাত জাহান লিটা, বিশিষ্ট সমাজ সেবক হাজী মোজাম্মেল হক মিন্টু সওদাগরকে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক ও প্রশংসা পত্র প্রদান করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..