সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৭
ডেস্ক নিউজ : জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেছেন, সাংবাদিকতা এখন নানাভাবে চ্যালেঞ্জের মুখে। আর এ চ্যালেঞ্জকে শুধু সাংবাদিকতায় চ্যালেঞ্জ বললেই হবে না। এখানে জঙ্গিবাদের একটা বিরাট হুমকি আছে। ফেসবুকের মাধ্যমে সমাজে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এটিও সাংবাদিকদের জন্য একটি চ্যালেঞ্জ। কারণ ফেসবুকে কিছু্ দিলেই যে হামলে পড়তে হবে তা নয়।
এখানেও সাংবাদিকের সঠিক ঘটনাটি খুঁজে বের করতে হবে। তিনি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেশকে সবার উপরে স্থান দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে সাংবাদিকদের সংবাদ পরিবেশন করলে দেশে নিরেপেক্ষ সংবাদ মাধ্যম প্রতিষ্ঠা সম্ভব। শনিবার রাতে স্থানীয় মহসিন অডিটরিয়ামে শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সদ্য প্রয়াত সভাপতি গোপাল দেব চৌধুরীর প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি ‘স্মরণ ও মনন’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন। শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খাঁন, ঢাকা রিপোর্টাস ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি জাহিদুজ্জামান ফারুক, সাবেক এআইজিপি মালিক খসরু, যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেছারুল হক খোকন, সাংবাদিক নেতা রিয়াজ চৌধুরী, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, ইউএনও মোবাশশেরুল ইসলাম ওসি কেএম নজরুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার অভিজিৎ ভট্টাচার্য । শোক সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপাল দেব চৌধুরীর পরিবারের সদস্যরা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এর আগে সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেস ক্লাব নতুন সম্প্রসারিত ভবন ও আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি, সাংবাদিক নেতৃবৃন্দ ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd