সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৭
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :: সিলেটের কোম্পানীগঞ্জে টাস্কফোর্সের অভিযানে পরিবেশ বিধ্বংসী ২২টি বোমা মেশিন ধ্বংস করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এর নেতৃত্বে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার দয়ার বাজার, নতুন বাজার ও কালাইরাগ এলাকায় যান্ত্রিক পদ্ধতি তথা অবৈধ বোমা মেশিনের সাহায্যে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের এক অভিযান পরিচালিত হয়।
অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এ অভিযানে অংশগ্রহণ করেন।
অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে একজনকে জরিমানা করা হয়।
সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান জানান, ধানব যন্ত্র ও পরিবেশ বিধ্বংসী বোমা মেশিনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd