সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৭
রিপা ও তার মায়ের ৪টি করে বিয়ে, নানীর বিয়ে ৮টি, ৩ খালার প্রত্যেকের ৩টি করে বিয়ে! সাতক্ষীরার রিপা সিন্ডিকেট বিয়ের নাটক করে প্রতারণা করছে। সিন্ডিকেটটি ফাঁদ পাতানো বিয়ের নাটক করে বেকায়দায় ফেলে তার কাছ থেকে আদায় করছে সোনা টাকা সম্পদ। এসব আদায় করতে ব্যর্থ হলে রিপা আশ্রয় নিচ্ছে পুলিশ অথবা আদালতের। এভাবে হয়রানির মুখে পড়ে অনেকেই সর্বস্ব হারাচ্ছেন।
এই রিপার মোট চারটি বিয়ে রয়েছে। তার মা সাবিনা ইয়াসমিন রীনারও বিয়ে চারটি। আর তার নানী যাত্রা নায়িকা রিজিয়ার আটটি বিয়ের তথ্য থাকলেও স্বামীর সংখ্যা অগনিত।
এমন তথ্য তুলে ধরে সাতক্ষীরায় এক সংবাদ সম্মেলন করে রিপা সিন্ডিকেটের কবল থেকে মুক্তি পাওয়ার দাবি জানিয়েছেন সাতক্ষীরার কালিগঞ্জের রাজাপুর গ্রামের রিফাতুজ্জামান রিফাত।
তার পক্ষে তার ভাই আবু মুছা সংবাদ সম্মেলনে বলেন, রিপা সিন্ডিকেটের অন্যান্য সদস্যরা হচ্ছে তার মা রীনা খাতুন, এড.নজরুল ইসলাম ও সাংবাদিক পরিচয়দানকারী শেখ কামরুল হাসান।
তিনি বলেন, তারা ফাঁদে ফেলে টাকাকড়ি আদায় করছে। এদের হাত থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা কামনা করছি।
সংবাদ সম্মেলনে রিফাতের ভাই আবু মুছা জানান, আমার ছোট ভাই রিফাতুজ্জামান রিফাত ফায়ার সার্ভিসের শরিয়তপুর ইউনিটে কর্মরত থাকাকালে চার মাস আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় ঘটে সাতক্ষীরার লাবসা গ্রামের বহু বিবাহের নায়িকা নাজমা সুলতানা রিপার সাথে। এই সুযোগে রিপা তার মা রীনার মাধ্যমে তাকে প্রায়ই বাড়িতে দাওয়াত দিতে থাকে। এরই মধ্যে রিফাত বদলী হয়ে সাতক্ষীরায় আসেন ২৩ আগস্ট তারিখে।
এই সুযোগে রিপা ও তার মা সাবিনা ইয়াসমিন রীনা গত ৬ অক্টোবর দুপুরে তাদের বাড়িতে দাওয়াত খাবার জন্য বিশেষভাবে অনুরোধ করে। রিফাতও সরল বিশ্বাসে দাওয়াত খেতে যায়। তারা প্রতারক এড. নজরুল ইসলাম ও নিকাহ রেজিস্ট্রার শেখ সাইদুজ্জামানসহ কয়েকজনকে প্রস্তুত রাখে। রিফাত তাদের বাড়ি পৌছানোর পরই তাকে পাশের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। তার কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে টিপ সই করে নেওয়া হয়।
এছাড়া নীল বর্ণের কাগজে রিফাতের স্বাক্ষর ও টিপ সহি নেওয়া হয়। কিছু সময় পর তারা ঘোষনা দেয় যে রিপার সাথে রিফাতের বিয়ে হয়েছে। এ সময় রিপা, রিফাত ও এড. নজরুলকে এক স্থানে বসিয়ে ছবি তোলা হয়। এই ছবি তারা চারিদিকে ছড়িয়ে দেয়। শুধু তাই নয় এই ছবি ব্যবহার করে নোটারী পাবলিকের কার্যালয় থেকে একটি ভুয়া এফিডেভিট বের করে তারা।
আবু মুছা আরও জানান, আমার ভাই রিফাত প্রতারক চক্রের খপ্পর থেকে বেরিয়ে ওই দিন বিকাল সাড়ে ৫ টায় তাকেসহ পরিবারের সবাইকে বিষয়টি অবহিত করে। ওই রাতেই রিপা চক্রের এই প্রতারনার বিরুদ্ধে মামলা করেন রিফাতুজ্জামান রিফাত।
সংবাদ সম্মেলনে তিনি জানান, রিপা এ যাবৎ কমপক্ষে চারটি বিয়ে করেছে। তার রাব্বি নামের আট বছরের একটি ছেলে রয়েছে। তার প্রথম স্বামী মেহেদি হাসানের সাথে বিয়ে নিয়ে আদালতে মামলা রয়েছে। আগামি ২০ নভেম্বর এই মামলার দিন ধার্য আছে।
তিনি জানান, দশ বছর আগে রিপা একইভাবে ঘরে আটকে প্রতারণামূলকভাবে লাবসার মেহেদি হাসানকে বিয়ে করতে বাধ্য করেছিল। দেড়বছর আগে মেহেদি ও তাদের শিশু রাব্বিকে ফেলে রেখে বেশ কিছু টাকা নিয়ে রিপা পরকীয়া প্রেমিকের হাত ধরে ঢাকায় চলে যায়। পরে সেখান থেকে এসে রিপা মেহেদির বিরুদ্ধে মামলা করে। এ ধরনের দুটি মামলায় জেল খাটেন মেহেদি। এরই মধ্যে রিপা রিফাতকে নিয়ে নতুন আরও এক প্রতারণা করলো।
তার বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ করা হবে জানিয়ে তিনি বলেন, এই প্রতারক সিন্ডিকেটের সাথে জড়িত রয়েছে শেখ কামরুল হাসান নামের এক ভুয়া সাংবাদিক। এই ভুয়া সাংবাদিক তার বাবার মামলায় জেল খেটেছে।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৪ নভেম্বর সাতক্ষীরা প্রেসক্লাবে এসে বহু বিবাহের নায়িকা নাজমা সুলতানা রিপা ও তার মা বর্তমানে দুই স্বামী মোশাররফ হোসেন ও খলিলুর রহমানের স্ত্রী সাবিনা ইয়াসমিন রীনা একসংবাদ সম্মেলন করেছে রিফাতের বিরুদ্ধে।
এর প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, এই সংবাদ সম্মেলনে সাতক্ষীরা থানার ওসি (আইসিটি) মহিদুল ইসলাম ও এমপি ভ্রাতা মাহি আলমের বিরুদ্ধে যে মীমাংসা ও টাকা দাবির কথা বলা হয়েছে তা সত্য নয়। তারা এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান আবু মুছা।
আবু মুছা আরও জানান, রিপার চার বিয়ে, ওর মা রীনার বিয়ে চারটি, নানী রিজিয়ার বিয়ে আটটি, রিপার তিন খালার প্রত্যেকের তিনটি করে বিয়ে। এই পরিবারটিই গড়ে তুলেছে বিয়ে প্রতারণা সিন্ডিকেট। এই সিন্ডিকেট থেকে সবাইকে সাবধান থাকবার আহবান জানিয়েছেন রিফাতের ভাই আবু মুছা।
সূত্রঃ-এই বার্তা৷
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd