সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : রাশিয়া সফরে গেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এবং এরইমধ্যে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সোচি শহরে বৈঠক করেছেন।
উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সিরিয়ার সেনাবাহিনীর সাম্প্রতিক বিজয় অর্জনে প্রেসিডেন্ট আসাদকে গতকাল (সোমবার) ওই বৈঠকের সময় অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট।
আগামীকাল সোচি শহরে রুশ প্রেসিডেন্ট পুতিন, ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে। এর আগে প্রেসিডেন্ট আসাদ রাশিয়া সফর করলেন।
রুশ প্রেসিডেন্টে পুতিন ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ; সঙ্গে রয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু
ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ার জনগণ ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা কঠিন সময় পার করছে তবে ধীরে ধীরে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে যার মাধ্যমে সন্ত্রাসীদের নিশ্চিত পতন হবে।”
বৈঠকে পুতিন আরো বলেন, খুব শিগগিরি সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী লড়াই শেষ হবে তবে পূর্ণাঙ্গ বিজয় অর্জনের জন্য এখনো বহু পথ পাড়ি দিতে হবে। পাশাপাশি তিনি সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন এবং যারা শান্তি চায় তাদের সঙ্গে কাজ করার বিষয়ে প্রেসিডেন্ট আসাদের প্রস্তুতিতে পুতিন সন্তোষ প্রকাশ করেছেন।
২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ হামলার কারণে সিরিয়ার সেনারা স্থলযুদ্ধে এগিয়ে যেতে সুবিধা পেয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd