সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৭
ক্রাইম ডেস্ক : আরো ৮৪ জন ব্লগারকে হত্যার পরিকল্পনা ছিল জঙ্গিদের। সেই হিটলিস্টে কলকাতার ৩ জনসহ ভারতের মোট ১৩ জন ব্লগার ছিল। বাকী ৭১ জন বাংলাদেশের। জঙ্গি সন্দেহে কলকাতায় আটক আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-এর সদস্য সুনামগঞ্জের ছাতক উপজেলার জঙ্গী সামসেদ মিঞা ওরফে তানভির এবং অপর বাংলাদেশী রিয়াজুল ইসলাম ওরফে সুমনের।
জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)-এর গোয়েন্দারা।
জিজ্ঞাসাবাদ শেষে সাহাদাতকে কলকাতার ব্যাংকশাল আদালতে তোলা হলে তাকে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত রিমান্ডের নির্দেশ দেয় আদালত।
সূত্রে খবর, মোট ৮৪ জন ব্লগারকে হত্যার ছক ছিল আনসার বাংলার। যদিও নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে সেই ব্লগারদের নাম প্রকাশ্যে আনতে চাইছেন না গোয়েন্দারা। গোয়েন্দাদের পক্ষ থেকে এই ব্লগারদের ইতিমধ্যেই সতর্ক করার কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও বাংলাদেশে একাধিক ব্লগার, মুক্তমনাদের হত্যার পিছনে এই জঙ্গি সংগঠনটির নাম উঠে এসেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd