সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৭
ক্রাইম সিলেট ডেস্ক : একের পর এক পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেন, এবার প্রাথমিকেও প্রশ্ন ফাঁস হয়েছে।
এর সঙ্গে শিক্ষকরা জড়িত। এসব কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী কি ব্যবস্থা নেবেন তা জানতে চেয়ে সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেন তিনি। সংসদের ১৮তম অধিবেশনে গতকাল পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি করেন। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার বেহাল দশা নিয়ে সংসদে এমপিদের অভিযোগ ১৮তম অধিবেশনের সমাপনী দিনের বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হয়ে ওঠে। স্বাস্থ্যসেবার অব্যবস্থাপনার ওপর ২০ জন সদস্য লিখিত ও সম্পূরক প্রশ্ন করেছেন। তারা জানান, প্রতিকার করার জন্য তারা বছরের পর বছর সংসদে বলে চলেছেন। তবু কোনো ফল হচ্ছে না। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক গতকাল ইয়াসীন আলীর (ঠাকুরগাঁও-৩) সম্পূরক প্রশ্নের জবাবে ডাক্তারস্বল্পতা ও বাজেটস্বল্পতার কথা স্বীকার করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট কাটাতে ১০ হাজার নতুন ডাক্তার নিয়োগের নির্দেশ দিয়েছেন। নিয়োগ প্রক্রিয়াধীন আছে। আলী আসগরের (জয়পুরহাট) প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালগুলোয় অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় মেডিকেল ইকুইপমেন্টের চাহিদা রয়েছে ২ হাজার ২০০ কোটি টাকার। কিন্তু এ খাতে আমাদের বরাদ্দ আছে চার-পাঁচ শ কোটি টাকা। সরকার বরাদ্দ বাড়াচ্ছে। বরাদ্দ বাড়লে সংকট কেটে যাবে। নজরুল ইসলাম চৌধুরীর (চট্টগ্রাম-১৪) লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দেওয়া তথ্যানুযায়ী দেখা যায়, ডাক্তারের পদ শূন্য চট্টগ্রামের ১৪ উপজেলায় ৫৩টি ও শরীয়তপুরের ছয় উপজেলায় ৪২টি। এদিকে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ঘরে বসে মানুষ খুন হচ্ছে। ঘরে বসেও মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। কে তাদের নিরাপত্তা দেবে? স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের ১৮তম অধিবেশনের সমাপনী দিবসের ভাষণে তিনি এ কথা বলেন। ‘হঠাৎ করে মানুষের গুম’ হয়ে যাওয়া প্রসঙ্গে রওশন এরশাদ উদ্বেগ প্রকাশ করে বলেন, নিখোঁজ হয়ে যাচ্ছে মানুষ। মুক্তিপণ আদায় করা হচ্ছে। বিনামূল্যে শিক্ষার্থীদের দেওয়া বইয়ের মান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এসব নিম্নমানের বই কতদিন টিকবে? নিম্নমানের ছাপা, ছবি হাতের ঘষায় উঠে যাচ্ছে। এ বিষয়ে তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। বিরোধীদলীয় নেতা বলেন, কোটি কোটি লোক বেকার। আমরা দেশব্যাপী ব্যবসার প্রসার ঘটাতে পারিনি। মানুষের কাজ নেই। কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। তাহলেই আমরা উন্নয়নের মহাসড়কে উঠতে পারব
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd