জুড়ী উপজেলার ফুলতলা ইউপি নির্বাচনের মনোনয়ন দাখিল

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৭

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউপিনির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন ২৭ নভেম্বর সোমবার বিকেল পাচটা পর্যন্ত ইউপি চেয়ারম্যান, সাধারণসদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সর্বমোট ৫৯জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আ’লীগেরদলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন বর্তমান ইউপিচেয়ারম্যান মো. ফয়াজ আলী। তিনি দলীয় টিকেটনা পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,ফুলতলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চারজনপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে নৌকাপ্রতীকে সাবেক ৪ বারের ইউপি চেয়ারম্যান ওউপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুকআহমদ, ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা বাবুলআহমদ, আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবেফুলতলা ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপিচেয়ারম্যান ফয়াজ আলী এবং তার ছেলে আব্দুল আলিম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইউপির ৯ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। উপজেলা র্নিবাচন কর্মকর্তা এনামুল হক সর্বমোট ৫৯ প্রার্থীর মনোনয়ন জমার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২৮ ডিসেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2017
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

সর্বশেষ খবর

………………………..