সিলেট ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৬ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০১৭
ক্রাইম ডেস্ক :: দৈনিক ইনকিলাবের সিলেট অফিস প্রধান ফয়সল আমীনসহ দুজনের বিরুদ্ধে ঘর পুড়ানোর মামলায় আদালতে চার্জশিট দাখিল হয়েছে। সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাদের বিরুদ্ধে এ চার্জশিট দাখিল করে।
সাংবাদিক ফয়সল আমীন এসএমপি’র মোগলাবাজার থানাধীন পশ্চিমভাগ আবাসিক এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র। একই এলাকার মৃত আবু চান মিয়ার পুত্র উজ্জ্বল আহমদ(৩৫)-এর বিরুদ্ধেও এ মামলায় চার্জশিট হয়েছে।
২০১৬ সালের ১০ জানুয়ারি ভোর ৪টার দিকে পশ্চিমভাগ আবাসিক এলাকার তৈয়বুর রহমান ওরফে আবুল কালামের পোল্ট্রি ফার্ম তরল পদার্থ ছিটিয়ে আগুনে পুড়িয়ে দেয় আসামীরা। আগুনে ঘরের পানির মোটর, জেনারেটর, ৫০ মন ধান, পোল্ট্রি সরঞ্জাম, ফার্নিচার তৈরীর জন্য রাখা কাঠ, স্টীল আলমিরাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল পুড়ে যায়। এ ব্যাপারে তৈয়বুর রহমান আদালতে একটি দরখাস্ত দাখিল করেন। আদালত দরখাস্তটি ফৌজদারী কার্যবিধির ১৫৬(৩) ধারা মোতাবেক দরখাস্ত মামলাটি এজাহার হিসাবে গণ্য করে ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারায় প্রতিবেদন দাখিল করতে মোগলাবাজার থানার অফিসার্স ইনচার্জকে নির্দেশ দেন। প্রাথমিকভাবে মোগলাবাজার থানার এস আই স্বপন কান্তি দাস মামলাটি তদন্ত করেন। এক পর্যায়ে মামলাটি এসএমপি’র গোয়েন্দা শাখার এস আই জানু মিয়া তদন্ত করেন। এরপর সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ মামলাটি তদন্ত করতে পিবিআই, সিলেটকে আদেশ দেন।
পিবিআই হেড কোয়ার্টার্স স্মারক নং-পিবিআই/মামলা/১৩৮-২০১৭/১০২৫/সিআরও(পূর্ব) তারিখ-২০.০৩.২০১৭ মূলে মামলার তদন্তভার গ্রহণ করেন পিবিআই’র ইন্সপেক্টর এমরান হোসেন। গত ১৩ আগস্ট আদালতে এ মামলার দাখিল করা চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা (আইও)।
চার্জশিটে আইও উল্লেখ করেন, মামলার সার্বিক তদন্তে, সাক্ষ্য প্রমাণে, জব্দকৃত আলামত দৃষ্টে, ঘটনার পারিপার্শি¦কতায় ও তদন্তে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে দুই আসামীর বিরুদ্ধে ঘটনার সত্যতা প্রমাণিত হয়েছে। তারা বাদীর মালিকানাধীন পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে মালামাল পুড়িয়ে দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে পেনাল কোড আইনের ৪৩৫/৩৪ ধারায় অপরাধ করেছেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়। মামলার অপর আসামী অর্নব হাসানের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত হয়নি তাকে মামলা থেকে অব্যাহতি দিতে চার্জশিটে সুপারিশ করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd