বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে তিনটি ব্যবসা-প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের নতুন বাজারে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার।
এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার, বিশ্বনাথ থানার এসআই দীপকের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।
অভিযানে উপজেলা নতুন বাজারের শাহজালাল টের্ডাসে আড়াই হাজার টাকা, মেসার্স নূর ইসলাম এন্টারপ্রাইজে এক হাজার টাকা, দিলোয়ার স্টোর এ ৪শত টাকা। অভিযানে উপজেলা সদরের নতুন বাজারে মাছহাটায় অভিযানকালে মাছে কোনো ফরমালিন পাওয়া যায়নি।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সত্যতা স্বীকার করে উপজেলার নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিতাভ পরাগ তালুকদার বলেন, তিনটি ব্যবসা-প্রতিষ্টানে ৩হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Sharing is caring!