সিলেট প্রেসক্লাবের নির্বাচন ৩০ ডিসেম্বর

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭

সিলেট :: সিলেট প্রেসক্লাবের ২০১৮-২০১৯ সালের নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ চলবে বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত।
মনোনয়নপত্র আগামী ৯ ডিসেম্বর (শনিবার) প্রেসক্লাব কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে বিকেল ২ টা থেকে ৪ টা পযন্ত সংগ্রহ এবং ১০ ডিসেম্বর (রোববার) বিকেল ৩ টা থেকে ৪টার মধ্যে জমা দেয়া যাবে। মনোনয়পত্র প্রত্যাহারের তারিখ ১৩ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৪টা।
গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় এ সময়সূচি চূড়ান্ত করা হয়। নির্বাচনী তফসিল ইতোমধ্যে প্রেসক্লাবের নোটিশ বোর্ডে টানানো হয়েছে। বিস্তারিত নোটিশ বোর্ড থেকে জানা যাবে।
নির্বাচন পরিচালনার জন্য সিলেট প্রেসক্লাবের আইন উপদেষ্টা ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল¬াহ শহিদুল ইসলামকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী ও অ্যাডভোকেট মোহাম্মদ মনির উদ্দিন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..