সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৭
মোশাররফ করিম। বাবা-মায়ের একমাত্র আদরের সন্তান তিনি। একটি নয়, দুই বউ তার।তবে বাস্তবে নয়। নতুন একটি ধারাবাহিক নাটকে এমনই এক চরিত্রে দেখা যাবে তাকে। ‘শুকনো পাতার নূপুর’ নামের নাটকটিতে মোশাররফ করিমের চরিত্রটির নাম হেলাল।
নাটকে দেখা যাবে, অনেক সহায় সম্পত্তি রেখে হেলালের বাবা মারা গেছেন। সন্তান-সন্ততির আশায় মা হেলালের দুই বিয়ে দেন, কিন্তু দুই বিয়ের পরও কোনো সন্তান না হওয়ায় মা আবার বিয়ে করানোর জন্যে উঠে পড়ে লাগে।
মা কি হেলালকে আবার বিয়ে দিতে পারবে? দুই বউয়ের চাপের মুখে হেলাল কি পারবে বিয়ে করতে? আদৌ কি সন্তানের মুখ দেখতে পারবে? নাকি দুঃখ আছে কপালে? সব প্রশ্নের উত্তর মিলবে ‘শুকনো পাতার নূপুর’-এ।
হেলালের বড় বউয়ের চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর ও ছোট বউ চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা। শাহাজাদা মামুনের রচনা ও পরিচালনায় ‘শুকনো পাতার নূপুর’-এ আরো অভিনয় করেছেন মামুনুর রশীদ, তানহা, শিরিন আলম প্রমুখ। চ্যানেল আইতে নাটকটি প্রচার শুরু হবে ১০ ডিসেম্বর। দেখা যাবে প্রতি রবি ও শনিবার রাত ৮টায়।
মোশাররফ করিম বলেন, ‘গ্রামীণ পটভূমিতে নির্মিত নাকটির গল্প দারুণ। এতে সামাজিক অনেক কুসংস্কার সুন্দর করেই তুলে ধরা হয়েছে। যা আমাদের সমাজে এখনও বিদ্যমান। এছাড়াও নাটকটিতে ছোট ছোট অনেক বিষয় পাবেন যা দর্শকদের পূর্ণ বিনোদন দেবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd