মালয়েশিয়া প্রবাসিদের টাকা নিয়ে পলাতক

প্রকাশিত: ১২:৫১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১০, ২০১৭

সোহাগ হাসান উকিল : মালয়েশিয়া প্রবাসি ১০ বাংলাদেশির নগদ মালয়েশিয়ান রিংগিত নিয়ে পালিয়ে গেছে মোহাম্মদ আলী নামের এক বাংলাদেশি।
জানা গেছে,ঈদল আজহা উপলক্ষে আগষ্ট মাসের বেতন বাংলাদেশে তাদের পরিবারের কাছে পৌঁছে দেয়ার কথা বলে ঐ সকল প্রবাসিদের কাছ থেকে নগদ রিংগিত নিয়ে পালিয়ে যায়।পলাতক মোহাম্মদ আলীর বাড়ি টাংগাইলে।
প্রতারিত হওয়া প্রবাসিরা অভিযোগ করেন,মোহাম্মাদ আলী মালয়েশিয়ার”ইপু”নামক এলাকায় থাকতো।সেখানে তিনি সবজি বাগানে কাজ করতো।
তার অধীনে থাকা ৫ প্রবাসি বাংলাদেশির ১ মাসের বেতন এবং নিকটতম আরও ৫ প্রবাসি বাংলাদেশিদের কাছ থেকে মোট ২০ হাজার ৪০০ রিংগিত নিয়ে পালিয়ে যান।
প্রতারিত হওয়া ১০ বাংলাদেশীর মধ্য ৫ জনের নাম জানা গেছে।তারা হলেন,যশোরের শহিদ,বগুড়ার রেজাউল ও আজিজ,কুষ্টিয়ার জনি এবং নরাইলের খায়রুল।
প্রতারিত হওয়া প্রবাসিরা পলাতক মোহাম্মদ আলীর সন্ধান এবং সবার সহযোগীতা কামনা করছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..