সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭
আজিজুর রহমান : আলোচনাসভা ও কেক কাটার মধ্যে দিয়ে মহান বিজয়ের ৪৬ তম বর্ষ উদযাপন করলো যুক্তরাজ্যে শেফিল্ড আওয়ামী লীগ। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১ টার সময় শেফিল্ড চাটনি রেষ্টুরন্টে অনুষ্ঠিত সভায় শেফিল্ড আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভুইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেফিল্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ ওয়াহিদ আলী, আন্তর্জাতিক যুদ্বাপরাধ গণবিচার আন্দোলন শেফিল্ড শাখার সিনিয়র সহ সভাপতি সেনর হাওর আসমত আলী, সাংবাদিক আহমদ হোসেন বেলাল, আন্তর্জাতিক যুদ্বাপরাধ গণবিচার আন্দোলন শেফিল্ড শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নেছার আহমদ মিজান, শেফিল্ড আওয়ামীলীগের দপ্তর ও আন্তর্জাতিক যুদ্বাপরাধ গণবিচার আন্দোলন শেফিল্ড শাখার সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, শেফিল্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সস্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন আনহার আলী তালুকদার, লতিফুর রহমান সাহেদ, গৌছ মিয়া, তাজ উদ্দিন, হাজী চন্দন মিয়া, চেরাগ আলী, সারওয়ার হোসেন প্রমুখ। শুরুতে কোরআন তেলাওয়াত করেন খলকু মিয়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনাসভা শেষে বিজয়ের ৪৬তম বর্ষের কেক কাটা হয়। এসময় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আর এর ধারাবাহিকতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সকল দ্বিধাদ্বন্ধ ভুলে গিয়ে সাধারণ মানুষের কাছে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরতে হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd