সিলেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সফলে র‌্যালি সম্পন্ন

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

স্টাফ রিপোর্ট : ‘মিলনের মোহনায় স্মৃতির ক্যাম্পাস’ শ্লোগানকে সামনে রেখে সিলেটে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, সিলেট’ ২য় বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী’ ১৭ এর আয়োজন করছে।

পুনর্মিলনী উৎসবকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার বিকাল ৪ টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছেন আয়োজকরা। ঐতিহ্যের স্মারক কিনব্রিজ সংলগ্ন আলী আমজদের ঘড়িঘর থেকে শুরু হয়ে কোর্টপয়েন্ট, জিন্দাবাজার হয়ে সন্ধ্যা ৬ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয় শোভাযাত্রাটি।

শহীদ মিনারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব সিলেটের সভাপতি প্রফেসর ড. আবুল ফতেহ ফাত্তাহ। আমিনুল ইসলাম লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক নজমুল হক, ক্লাব সেক্রেটারি এটিএম শোয়েব, সুজাত আলী রফিক, ফেরদৌস আলম, বদরুল ইসলাম শোয়েব প্রমুখ।

এর আগে বর্ণাঢ্য শোভাযাত্রায় ক্লাবের নেতৃবৃন্দ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।ৎ

শহীদ মিনারে সমাবেশে বক্তারা বলেন- এ বছর দুদিনব্যাপী প্রাক্তণ শিক্ষার্থীদের আনন্দঘন মূল উৎসব শুক্রবার সকাল ১০ টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের নিকটবর্তী অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হবে। মিলনমেলায় যোগ দিতে ইতোমধ্যে প্রায় ৬০০ প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের পরিবারের সদস্যসহ অংশগ্রহণকারীদের সংখ্যা দাঁড়াবে প্রায় ২ হাজার। এছাড়া স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমেও পুনর্মিলনী উৎসবে অংশগ্রহণ করা যাবে। পুনর্মিলনী উৎসবকে সামনে রেখে ক্লাবের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

মূল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত। সিলেট অঞ্চলের বাইরে থেকে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বাইরে থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা-এ উৎসবে মিলিত হবেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..