সব রাজাকারের বিচার করতে হবে : ব্যারিস্টার ইমন

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৭

আজিজুর রহমান : সুুুুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বলেছেন,‘খারে খা বক্কিলারে খা-এর পাশাপাশি এখন থেকে আপনারা বলুন ‘খারে খা রাজাকাররে খা’। সব রাজাকারকেই বিচারের আওতায় আনতে হবে। কোন রাজাকারকেই ছাড় দেয়া যাবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।’
শনিবার দুপুরে সদর উপজেলার সোনাপুর বেদে পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,‘ ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে খন্দকার মোস্তাক চক্র এই দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। বিএনপি-জামায়াত চক্র এই দেশকে পেছনের দিকে নিয়ে যেতে বার বার অপচেষ্টা করেছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’
সোনাপুর বেদে পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কমিটির সভাপতি শাহ আহমদ খানের সভাপতিত্বে ও যুব লীগ নেতা অ্যাড. নূরে আলম সিদ্দিকি উজ্জ্বলের পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক পৌর কাউন্সিলর অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু, গৌরারং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্মৃতি রতœ দাস, সাধারণ সম্পাদক হোসেন আলী, সোনাপুর বেদে পল্লীর আব্দুর রহমান কাঞ্চন, সোহেল মিয়া প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

December 2017
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..