সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭
ডেস্ক নিউজ : ‘জালিয়াতির হোতা ভাসুরের একের পর এক মিথ্যা মামলায়’ নিজের ও আত্মীয়স্বজনদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠেছে বলে অভিযোগ করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা, প্রবাসী জাবেদ মিয়ার স্ত্রী জাহানারা বেগম। তিনি সোমবার বিকাল ৫টায় জুড়ী উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমার ভাসুর মৃত আইয়ূব আলীর ছেলে নারী ও পরধন লোভী, দলিল, আদালতের কাগজপত্র ও এফিডেভিট জালিয়াতির হোতা, মামলাবাজ হাবিবুর রহমান ওরফে নাক কাটা হবিব দলিল জালিয়াতির মাধ্যমে জায়গা আত্মসাৎ, পরিবারের বিভিন্ন সদস্যের উপর একের পর এক হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। স্বামী প্রবাসে থাকায় ছোট চার সন্তান নিয়ে বাড়িতে একা থাকি। এই সুবাদে হবিব প্রায়ই আমার কাছে গিয়ে টাকা চান। টাকা না পেয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এক পর্যায়ে গত ১২ ডিসেম্বর মৌলভীবাজারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা (পি-নং৩৯/১৭ জুড়ী) দায়ের করেন।’
জাহানারা বেগম আরো বলেন, ‘মামলায় আমি, ফুফাতো দুই ভাসুর মবশ্বির আলী, মশাইদ আলী, ননদ নাছিমা বেগম, জা রায়না বেগম, ভাসুর সুয়াইব আলী, স্থানীয় মসজিদের মোতাওয়াল্লী আব্দুস সহিদ মাস্টার এবং অপরিচিত দুজনসহ ১৩ জনকে বিবাদী করা হয়। এর পূর্বে ২০১৬ সালে বিভিন্ন কাগজাত জালিয়াতির মাধ্যমে মৌলভীবাজারের যুগ্ম জেলা জজ ১ম আদালতে অনুরূপ আরেকটি মিথ্যা মামলা (নং-৮৭/২০১৬স্বত্ব) দায়ের করেন। জালিয়াতির মাধ্যমে এ রকম মিথ্যা মামলা দিয়ে আমি, আমাদের আত্মীয়স্বজন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণের জীবন তিনি অতিষ্ট করে তুলেছেন। এমনকি মামলার রায় তিনি পেয়েছেন মর্মে আদালতের বিভিন্ন কাগজ জালিয়াত করে স্থানীয় বিচারকদের বিভ্রান্ত করছেন।’
হাবিবুর রহমানের ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও ‘হয়রানি’ বন্ধের দাবি জানান জাহানারা বেগম। এ সময় মবশ্বির আলী, মশাইদ আলী, রায়না বেগম, নাছিমা বেগম, মজির মিয়া উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd