সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৭
ইফতেখার আহমদ ইফতি : স্বপ্ন তাদের বহুদুর যাবার। কঠিন অধ্যবসায়, শিক্ষকদের সার্বিক সহযোগিতা আর মা বাবার অনুপ্রেরণায় একদিন লক্ষ্যে যেতে চায় তারা। সামান্য আয় দিয়েই সন্তানদের লক্ষ্য পূরণের প্রত্যয় নিয়েছেন জন্মদাতা পিতা আর জন্মধাত্রী মা।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্ধ (হাজীপুর) গ্রামের ব্যবসায়ী হাফেয মো: খসরুজ্জামান ও জাহানারা বেগম দম্পতির দু’সন্তানই এবারের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
একমাত্র ছেলে সায়েদুজ্জামান এলবি গ্রীন ফ্লাওয়ার হাই স্কুল থেকে জেএসসিতে জিপিএ-৫ ও একমাত্র মেয়ে সানজিদা জামান, লিছা সূর্য্যদয় কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুল থেকে পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে। আনন্দের বন্যায় ভাসছে হাফেয খসরুজ্জামানের পরিবার। সন্তানদের ভাল ফলাফলে গর্বিত তাদের বাবা-মা।
শনিবার (৩০ ডিসেম্বর) ফলাফল প্রকাশের পর অনুভুতি প্রকাশ করে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সায়েদ ও লিছা জানায়, শিক্ষকদের কঠোর পরিশ্রম আর বাবা-মায়ের অনুপ্রেরণায় ভাল ফলাফল করতে পেরেছে তারা। লেখাপড়ায় এ ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া চেয়েছে এই সহোদর।
বাবা ব্যবসায়ী হাফেয মো: খসরুজ্জামান ও মা গৃহীনি জাহানারা বেগম জানান, সন্তানদের লক্ষ্য পূরণে সকল প্রচেষ্টা চালিয়ে যাবেন তারা। আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খিসহ সকলরে দোয়া চেয়েছেন তারা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd