সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাটে সাঙ্গহলো ৩দিন ব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। শতাধিক ঘোড়া অতিক্রম করে বিয়ানী বাজারের লন্ডন প্রবাসী মিসলু চৌধুরীর লিভারপুল নামক ঘোড়া চ্যাম্পিয়ন হয়েছে। গত শনিবার বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বারহাল বাজার উত্তর মাটে ৩দিন ব্যাপী ঘোড়ার দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। রোববার সারাদিন ব্যাপী দৌড় প্রতিযোগিতা চলে এবং সোমবার সকাল ৮টায় শুরু হয় এবং দুপুর ১২টায় দৌড় শেষ হয়। এই দৌড় প্রতিযোগিতায় শতাধিক ঘোড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভী বাজার ও হবিগঞ্জ জেলা থেকে অংশ গ্রহন করে। আর এই মেলাকে কেন্দ্র করে আশপাশ এলাকায় উৎসবে মেতে উঠে। আর দৌড় অনুষ্ঠানে বৃদ্ধ-বৃদ্ধা, যুবক-যুবতি, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের অর্ধ-লক্ষাধিক নারী-পুরুষের সমাগম হয়। দৌড় চলাকালীন সময়ে এলাকার লোকজন তাদের সকল কর্মস্থল ত্যাগ করে আনন্দ উপভোগ করে। গতকাল সোমবার দুপুর ১২টায় ফাইনাল দৌড়ের পুরস্কার বিতরী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিঠির সভপাতি সফিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাসুক আহমদের পরিচালনায় এতে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আলীরগাঁও ক্রীড়া সংস্থার বর্তমান সভাপতি মনজুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক গোলাম সারওয়ার, আলীরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসনাত, ব্যবসায়ী মুজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা সিরাজুল হক ও বাবুল আহমদ ভান্ডারী, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি ফখরুল ইসলাম ও সেক্রেটারী এবাদুর রহমান, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ’র সাবেক সভাপতি কয়ছর আহমদ, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছা-সেবকদলের যুগ্ম-আহবায়ক এখলাছুর রহমান, যুবদল নেতা শমছির আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা মিসলু চৌধুরী, আমিনুল হক, সুমন আহমদ, জাফলং ট্রাক চালক সমিতির সভপতি ফয়জুল হক, শ্রমিক নেতা ফারুক আহমদ ও শহিদ আহমদ। এই প্রতিযোগিতায় ১ম পুরস্কার ছিল ১টি ঘোড়া, ২য় পুরস্কার ছিল ১টি ২৪ইঞ্চি এলইডি টিভি, ৩য় পুরস্কার ছিল ১টি ২২ইঞ্চি রঙ্গিন টিভি, এছাড়া ১২টি খাসি, ৩০টি ছাতা ও ২৫টি কলসি। জানতে চাইলে পরিচালনা কমিঠির সভপাতি সফিকুর রহমান জানান গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্য ঘোড়ার দৌড় প্রতিেিযাগিতা শত বছর থেকে আমাদের বাপ-দাদারা করে আসছেন, এরই ধারাবাহিকতায় আমরা চালিয়ে যাচ্ছি, সেই ঐতিহ্য ধরে রাখতে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আমরা এলাকাবাসী অব্যাহত রাখছি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd