আলিয়া মাঠে জনসভাস্থলে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮

সিলেট :: সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলিয়া মাদরাসা মাঠের জনসভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকাল ৩টায় মিনিটে তিনি আলিয়া ময়দানে পৌঁছান। এসময় নেতাকর্মীরা করতালি ও স্লোগান দিয়ে তাঁকে স্বাগত জানান।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বিমানযোগে সিলেট এসে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে একে একে হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরান (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি।

মাজার জিয়ারত শেষে জোহরের নামাজ, দুপুরের খাবার ও বিশ্রামের জন্য সিলেট সার্কিট হাউজে অবস্থান করেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে গাড়িযোগে আলিয়া মাদরাসা মাঠে পৌঁছান তিনি।

জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..