মাজার জিয়ারত শেষে সার্কিস হাউজে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০১৮

নিজস্ব প্রতিবেদক :: হযরত হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরাণ (রহ.) ও হজরত গাজী বুরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউজে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০:৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রথমেই হযরত শাহজালাল (রহ.) এর মাজারে পৌঁছান প্রধানমন্ত্রী।

পরে হযরত শাহপরাণ (রহ.) ও হযরত গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত শেষে দুপুর ১টায় সিলেট সার্কিট হাউজে পৌঁছান শেখ হাসিনা।

সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ, মধ্যাহ্নভোজন ও বিশ্রাম শেষে বিকাল ২:৪০ মিনিটে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ২০টি প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা শেষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..