সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : তত্ত্বাবধায়ক সরকার নয়; বরং সংবিধানের আলোকেই জাতীয় সংসদ নির্বাচন চায় জাতীয় পার্টি- এমনটি উল্লেখ করে সাবেক রাষ্ট্রপতি, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন- ‘জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে বিশ্বাস করে। কেননা নির্বাচন ছাড়া সরকার গঠন করা যায়না, প্রতিবাদ করা যায় না।’
বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে সিলেটে শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও যোগ করেন- ‘জাতীয় পার্টি তত্ত্বাবধায় সরকারেও বিশ্বাস করেনা, এ কারণে সংবিধান অনুযায়ী নির্বাচন চান তারা। আর এই নির্বাচনে ৩০০ আসনেই দলের প্রার্থী দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।’
এর আগে বেলা পৌনে ২টায় হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান এরশাদ। সেখান থেকে সরাসরি শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের উদ্দেশ্যে দরগাহ এলাকায় রওয়ানা হন। সোয়া দুইটায় তিনি মাজারে এসে প্রবেশ করেন। সেখানে দোয়া ও ফাতেহা পাঠ করছেন তিনি। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd