মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ে এমএসআর সামগ্রী সরবরাহের দরপত্র সিডিউল ঠিকাদারদের অবহিত না করে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে ৮টি ঠিকাদারী প্রতিষ্ঠান গত ২৯ জানুয়ারী সিভিল সার্জন বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। নোটিশ বোর্ডে অথবা বহুল প্রচারিত কোনো দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করে কিভাবে টেন্ডার আহবাণ করা হলো, আর কারো অজান্তে টেন্ডার ড্রপ করা হলোই বা কিভাবে তা জানার জন্য সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী’র মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। অভিযোগে প্রকাশ- ২০১৭-১৮ অর্থবছরে সিভিল সার্জন কার্যালয়ে এমএসআর সামগ্রী সরবরাহের জন্য গত ২৬ অক্টোবর ২০১৭ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় দরপত্র আহ্বান করা হয়। এর প্রেক্ষিতে অভিযোগকারী ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো সোনালী ব্যাংকে চালান জমা দিয়ে দরপত্র ক্রয় করতে সংশ্লিষ্ট কর্মকর্তার অফিসে গেলে তারা বলেন, এটা স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে টেন্ডার হলে আপনাদেরকে অবহিত করা হবে। পরবর্তীতে অভিযোগকারীরা সিভিল সার্জন কার্যালয়ে একাধিকবার যোগাযোগ করলে বলা হয় এখনও টেন্ডার হয়নি। গত ২৯ জানুয়ারী সোমবার সিভিল সার্জন অফিসে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, রোববার দরপত্র ড্রপ করা হয়েছে। কিন্তু, সিভিল সার্জন অফিসের নোটিশ বোর্ডে এবং বহুল প্রচারিত কোনো দৈনিক পত্রিকায় এ দরপত্র আহবাণের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগকারীরা বলেন, অসাধু কিছু কর্মকর্তা নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ার অসদুদ্দেশ্যে সম্পূর্ণ গোপনে টেন্ডার ড্রপ করেছেন। একটি সূত্র জানায়- মাত্র ৪টি প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে।