সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৮
শাহ আলম, গোয়াইনঘাট থেকে : গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেছেন, সর্বাগ্রে জীবনের নিরাপত্তা, জীবনের চেয়ে অর্থ ও ধন সম্পদ বড় নয়। তাই সকল প্রকার ঝুঁকি এড়াতে পাথর উত্তোলন সংক্রান্ত সমুদয় নীতিমালা অনুসরণ করে শ্রমিকদের কোয়ারি থেকে পাথর আহোরণ করতে হবে। যদি কোন ব্যক্তি নীতিমালা বহির্ভূত ভাবে কোয়ারি থেকে পাথর উত্তোলন করে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ভাবে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন নীতিমালা অনুসরণ না করে পাথর উত্তোলন করতে গিয়ে ইতিপূর্বে বিচ্ছিন্ন কয়েকটি দূর্ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনা ঘটেছে। যা আমাদের কাম্য নয়। যাতে করে এসব ঘটনার পূণরাবৃত্তি না ঘটে সে লক্ষে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা ২০১২ এর শর্ত মেনে গর্ত মালিক ও শ্রমিকদের কোয়ারি এলাকা থেকে পাথর উত্তোলন করার নির্দেশনা দেন তিনি। গতকাল শনিবার বিকেলে বিছনাকান্দি এলাকায় পাথর কোয়ারিতে কর্মরত পাথর শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকি, দূর্ঘটনা হ্রাস ও শ্রম আইন বিষয়ক অবহিতকরণ ও সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিছনাকান্দি পাথর ব্যাবসায়ী সমিতির সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুস্তমপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সিহাব, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, গোয়াইনঘাট থানার এস আই সমীরণ দাশ, পাথর ব্যাবসায়ী ময়না মিয়া, হেলাল মিয়া, ইউসুফ আলী প্রমুখ।
ছবি ক্যাপশঃ বিছনাকান্দি এলাকায় পাথর কোয়ারিতে কর্মরত পাথর শ্রমিকদের নিরাপত্তা ঝুঁকি, দূর্ঘটনা হ্রাস ও শ্রম আইন বিষয়ক অবহিতকরণ ও সচেতনতামূলক সভা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd