সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে শনিবার দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুনামগঞ্জ জেলার সদর থানার রংপুর গ্রামের মো. মুমিন মিয়ার ছেলে মো. শফিউল ইসলাম শিমুল। তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সুনামগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল সদর থানার রঙ্গারচর ইউনিয়নের ছাড়ার পাড় ব্রিজের উপরে অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার কাছ থেকে ১শ৯৮পিছ ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৯৯হাজার টাকা। আসামী ও উদ্ধারকৃত মাদক সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd