সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট থানাধীন বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে ইলেক্ট্রিক খুটির উপর কাজ করতে গিয়ে এক মেকানিকের মৃত্যু হয়েছে। সে রুস্তমপুর ইউনিয়নের ভিতরগুল গ্রামের আব্দুস সালামের পুত্র সাদ্দাম হোসেন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫টায় বিজিবি ক্যাম্পের ভিতরে ইলেক্ট্রিকের কাজ করতে যায় সাদ্দাম। এ সময় কাজ করতে একটি খুটির উপর দাঁড়ায় সে। হঠাৎ বিদ্যুতের সাথে আটকা পড়ে ঘটনা স্থলেই সে মারা যায়। এ ব্যাপারে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি। তবে মৃত সাদ্দাম হোসেনের আত্মীয় স্বজনের দাবী বিজিবি ক্যাম্পের বিদ্যুতের কাজের জন্য তাকে বাড়ী থেকে নিয়ে আসা হয়েছিল।
এ ব্যাপারে সিলেট বিজিবি’র অধিনায়ক জানান, বিছনাকান্দি বিজিবি ক্যাম্পের ভিতরে বিদ্যুতের খুটির উপর সাদ্দাম হোসেন নামের যে মেকানিকের মৃত্যু হয়েছে এ বিষয়ে তিনি খুজ নিয়ে দেখেছেন ওই খুটির সাথে বাহিরের গ্রাহকদের সংযোগ লাইন ঠিক করতে সাদ্দাম হোসেন এখানে কাজ করতে এসেছিল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd