সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে আড়াই হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত বুধবার সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের রানাপিং থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি সৈয়দপুর গ্রামের দিলাল মিয়ার ছেলে রিফুল (২৪)। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঈুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি অটোরিক্সা সিএনজি থেকে তল্লাসী করে ইয়াবাসহ রিফুলকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাসী করে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ। রিফুল ইয়াবা গুলো জকিগঞ্জ থেকে সিলেটে বিক্রি জন্য নিয়ে যাচ্ছে বলে জানায়। গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী খবর নিশ্চিত করে বলেন, ধৃত রিফুল সিলেটে একটি কলোনিতে বসবাস করে মাদক ব্যবসা চালাচ্ছে। এব্যাপারে এসআই মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন। (মামলা নং-৩)।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd