গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ছাত্রদলের হামলায় দুই যুবলীগ কর্মী গুরুতর আহত হওয়ার খবার পাওয়া গেছে। জানা যায় শনিবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা অনুমানিক ৭টার দিকে উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের মহিষখের বয়রা বাজারে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ওয়ারিছ উদ্দিন, ছাত্রদল কর্মী আসাব, ফরহাদ, আব্দুন নুর সহ ১০/১২ জন ছাত্রদল কর্মী তাদের উপর হামলা চালায়, এক পর্যায়ে তারা গুরুতর আহত হলে পত্যক্ষদর্শীরা উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করে ।
স্থানীয় এক পত্যক্ষদর্শী প্রতিবেদককে জানান সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে । অবশেষে গতকাল গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলায় আসামীরা হলেন, ওয়ারিছ উদ্দীন, আসাব উদ্দীন, ফরহাদ, দেলোয়ার হোসেন সহ অজ্ঞাতনমা আরো কয়েকজন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার মামলা তদন্তকারী কর্মকর্তা আব্দুল লতিফের সাথে মোটো ফোনে যোগাযোগ করতে চাইলে উনাকে পাওয়া যায়নি।