সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
শাহ আলম,গোয়াইনঘাট থেকে : সিলেটের জাফলং পাথর কোয়ারি এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাক শ্রমিক নিহত হয়েছে। নিহত ট্রাক শ্রমিক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আলো গ্রামের দীরু বৈদ্য’র ছেলে দিপু বৈদ্য। দিপু তার পরিবারের সদস্যদের নিয়ে জাফলং এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে কোয়ারি থেকে পাথর বোঝাই একটি ট্রাক মামার বাজারের দিকে যাওয়ার পথে পুরাতন বিজিবি ক্যাম্প এলাকায় পৌছলে অসাবধানতা বশত ওই ট্রাকেই পাথর লোড-আনলোড করার কাজে নিয়োজিত শ্রমিক দিপু নিচে পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানার পরিদর্শক (এস.আই) জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। থানার পরিদর্শক (তদন্ত) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd