সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।, গ্রেফতারকৃতর নাম , জলিল মিয়া। সে উপজেলার বাদাঘাটের কামড়াবন্দ গ্রামের বিল্লাল মিয়ার ছেলে ও আলোচিত হুন্ডি মাদক ব্যবসায়ী গোলাপের ভাগ্নে।’
পুলিশ জানায়, উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাটের কামড়াবন্দ গ্রামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় ইয়াবা ব্যবসায়ী জলিলকে গ্রেফতার করা হয়।’
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, বুধবার রাতে হুন্ডি ও মাদক ব্যবসায়ী কামড়াবন্দের মৃত আব্দুল মজিদের ছেলে গোলাপকে ভারতীয় মদের চালান সহ গ্রেফতারের পর তাকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার পলাতক আসামী হিসাবে জলিলকে গ্রেফতার করা হয়।’ তিনি আরো বলেন, গোলাপপের পৃষ্টাপোষকতায় তার ভাগ্নে জলিল সহ পরিবারের একাধিক ব্যাক্তি এলাকায় বেশ কয়েকবছর ধরে স্থানীয় ভাবে প্রভাবশারীদের ম্যানেজ করে হুন্ডি ,ভারতীয় মদ ও ইয়াবার ব্যবসা চালিয়ে আসছিলো বলে অভিযোগ রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd