সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৮
সিলেট :: বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাপরায়ন হয়ে ষড়যন্ত্রমূলক সাজা প্রদানের প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল। দরগা গেইট এলাকা থেকে মিছিলটি শুরু করে চৌহাট্রা পয়েন্টে ঘুরে দরগা গেইট পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।
সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম‘র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায়
অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফ ইকবাল নেহাল (চেয়ারম্যান), জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্টাতা আহবায়ক কামাল হাসান জুয়েল, খালেদ আহমদ চেয়ারম্যান, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মল্লিক আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকদল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আলতাফ হোসেন টিটু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আফজল হোসেন চৌধুরী, কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা, আব্দুল্লাহ আল মামুন, রাসেল আহমদ খান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম রহমান মৌসুম, ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন রাজীব, মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, স্বেচ্ছাসেবকদল নেতা আজিজ খান সজীব, ছাত্রদল নেতা ছাইদুর ইসলাম রনি, স্বেচ্ছাসেবকদল নেতা বাইন উদ্দিন, সৈয়দ কামরুল প্রমুখ। সভাপতির বক্তব্যে সিলেট মহানগর সেচ্ছাসেবকদলের আহবায়ক ও কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম বলেন, মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দি খালেদা জিয়া আরো বেশি জনপ্রিয়, সুতরাং রাজপথের আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবোই।
তিনি বলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র এদেশের জনগন সফল হতে দেবেনা। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd