সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৮
নিজস্ব প্রতিবেদক : সিলেটে শাসকদলের হাতে একের পর এক নিগৃহীত হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিকরা। গত পক্ষকালে তিনজন সাংবাদিক আহত হয়েছেন শাসকদল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাত্রীলীগের হাতে। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) ছাত্রলীগ তুষার গ্রুপ ক্যাডারদের হাতে গুরুতর আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি’র সাংবাদিক গোপাল বর্ধন ও মাধব কর্মকার। শনিবার দুপুরে নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমের সামনে এ ঘটনা ঘটে। এর আগে গত ২৫ জানুয়ারি আওয়ামী লীগ নেতা লিয়াকত বাহিনীর হামলায় গুরুতর আহত হন যমুনা টিভি’র সাংবাদিক নিরানন্দ পাল। ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন গোপাল বর্ধন ও প্রতিবেদক মাধব কর্মকারকে দুপুরে নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমের সামনে ডেকে নেয় ছাত্রলীগ ক্যাডার রাজেশ ও তার সহকর্মীরা। সেখানে পৌছার পরপরই তাদেরকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহত সাংবাদিক গোপাল বর্ধন ও মাধব কর্মকারকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজেও মারধরের চিত্র ধরা পড়ে ।
খবর পেয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ঘটনাস্থলে যান এবং সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের শান্ত থাকার অনুরোধ জানান।
সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌছুল হোসেন সাংবাদিক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd