সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
বড়লেখা প্রতিনিধি:: জুড়ী থানা পুলিশ মঙ্গলবার বিকেলে বাজার এলাকা থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবতি মহিলাকে আটক করেছে। আটক যুবতির নাম ছাবিহা বেগম (৩৭)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুল গফুর ওরফে কালার স্ত্রী। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে জুড়ী বাজারে পুলিশ অভিযান চালিয়ে ছাবিহা বেগমকে আটক করে। এসময় তার সহযোগি এক যুবক পালিয়ে যায়। আটক মহিলার দেহ তল্লাশি করে পুলিশ ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। জুড়ী থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন ইয়াবা ট্যাবলেটসহ এক মহিলা আটকের সত্যতা স্বীকার করে জানান, এব্যাপারে থানায় মামলা হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd