সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১১ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর কীন ব্রিজ থেকে সুরমা নদীতে পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেটা জানাতে পারেনি পুলিশ। আর কিশোরদের পরিচয়ও জানা যায়নি।
বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌসুল হোসেন।
তিনি জানান, কীন ব্রিজের রেলিংয়ের ওপর অনেক সময় পথ শিশুরা শুয়ে থাকে এবং বিশ্রাম নেয়। রাতে হঠাৎ সেতুর রেলিং থেকে দুইজন সুরমা নদীতে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
কিশোর দুটির বয়স আনুমানিক ১৭ থেকে ১৮ বছর বলে জানা যায়। তবে কিশোর দুটি কীন ব্রিজে রিকশা ঠেলে জীবিকা নির্বাহ করত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd