সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি : উত্তর গোয়াইনঘাটের অন্যতম ফুটবল আসর ইসামতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় প্রবাসী নেতা আমির উদ্দিন ফুটবল একাদশ বনাম ভাদেশ্বর ফুটবল একাদশ এর মধ্যকার ৩০+১০+৩০ =৭০ মিনিটের খেলায় উভয় পক্ষই হাড্ডা- হাড্ডি আক্রমণের মধ্যে কোন পক্ষই গোল নামের সেই সোনার হরিণ উপহার দিতে না পারায় ট্রাইপিকারের মাধ্যমে ০৮-০৭ গোলের ব্যবধানে আমির উদ্দিন ফুটবল একাদশ জয় লাভ করে।
উক্ত খেলা পরবর্তী পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সুরমান আলী। খেলা পরিচালনা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন বাবুল এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সেক্রেটারী ফখরুল ইসলাম এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বেলাল উদ্দিন আল আযাদ, আহার কান্দি বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি আবুল বাশার, সাবেক ইউপি সদস্য বাবুল মেম্বার, পরিবহণ শ্রমিক নেতা সাদিকুর রহমান সাদিক, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক হাবিব আহমদ, যুব নেতা সিরাজ উদ্দিন, শ্রমিক নেতা সুলতান মাহমুদ, ছাত্র নেতা মনজুর আহমদ, প্রমেশ দেব নাথ। উক্ত ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য দুলাল আহমদ, আসাব আলী, জামাল উদ্দিন, উক্ত খেলা পরিচালনা করেন মমতাজ উদ্দিন বাবুল এবং সহ পরিচালক হিসাবে দ্বায়িত্ব পালন করবেন ইসামতি সমাজকল্যাণ যুব সংঘের সদস্য জামাল উদ্দিন, ও জালাল আহমদ, খেলায় আমির উদ্দিন ফুটবল একাদশের ভারপ্রাপ্ত অধিনায়ক এর দ্বায়িত্ব পালন করেন রিয়াজ উদ্দিন ও ভাদেশ্বর ফুটবল একাদশের অধিনায়ক এর দ্বায়িত্ব পালন করেন কয়েস আহমদ। উক্ত খেলায় উপস্থিত থেকে সফল ও স্বার্থক করায় অতিথি বৃন্দ, দর্শন এবং খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসামতি সমাজকল্যাণ যুব সংঘের প্রতিষ্ঠাতা সেক্রেটারি বিশিষ্ট কমিউনিটি সংগঠক সাবেক ছাত্রনেতা আমির উদ্দিন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd