সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
সিলেট :: হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সিলেট বিএনপি’র ২২ নেতা-কর্মী। রোববার হাইকোর্টের বিচারপতি এনায়েতুর রহিম এবং বিচারপতি শহিদুল হকের বেঞ্চ তাদের আগাম জামিন মঞ্জুর করেন। তাদের আইনজীবী কামরুজ্জামান সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে তারা ২ মাসের আগাম জামিন পেয়েছেন। কামরুজ্জামান সেলিম ছাড়াও তাদের পক্ষে শুনানীতে অংশ নেন সুপ্রীম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন।
জামিনপ্রাপ্তরা হলেন-সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সহ-সভাপতি শেখ মখন মিয়া, সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, আবুল ফাতাহ বকশী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মোর্শেদ, রুমেল সাহা, আক্তার আহমদ, এমদাদুল হক স্বপন, সৈয়দ সারওয়ার রেজা, আফসর খান, আনোয়ার হোসেন রাজু, মাসুদ গাজী, মুহিত, সজিব ও রাসেল।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায় ঘোষণার পর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে দায়ের করা মামলায় বিএনপি’র এসব নেতা-কর্মীকে আসামী করা হয়। কোতয়ালী থানার এস আই অনুপ চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৫৭ বিএনপি নেতা-কর্মীর নামোল্লেখসহ ২ শতাধিক জনকে আসামী করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd