সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্বিম জাফলং ইউনিয়নস্থ গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর বাওন্ডারী দেওয়ালের দক্ষিন পশ্বিম পাশে পরিত্যাক্ত খাল থেকে অজ্ঞাত এক নবজাতকের (ছেলে শিশু) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ভোঁরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর পার্শবর্তী বাওন্ডারী দেওয়ালের দক্ষিন পশ্বিম পাশে পরিত্যাক্ত খালে পথচারীরা একটি বড় কাপড়ের পোটলা দেখতে পায়। এলাকাবাসী ওই কাপড়ের পোটলা খুললে অজ্ঞাত এক নবজাতকের লাশ দেখতে পায়। পরে থানা পুলিশকে অবহিত করলে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই রতন লাল দে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর টিএইচও ডাক্তার রেহান উদ্দিন’র সাথে আলাপকালে তিনি জানান, নবাজাতকের লাশের বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই, এবং আমাকে কেউ এ বিষয়টি অবহিত করেনি। অপরদিকে আমার হাসপাতালে এধরনের কোন রোগি ভর্তি হয়ে নবজাতকের প্রসব হয়নি।
এলাকাবাসীর ধারণা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে সোমবার দিবাগত রাতে প্রসব হওয়া ওই নবজাতকের লাশ কেবা কাহারা ফেলে দিয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম এমন ঘৃণ্য কাজের সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নবাজাতকের মৃতদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd