সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী নির্যাতন, বাল্য বিয়ে ও যৌতুক আদান-প্রদানে জড়িতদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
আজ শনিবার টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাল্য বিয়ে প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের নারী ও শিশুরা আগের চেয়ে এখন অনেক বেশী নিরাপদ। সকল ক্ষেত্রে নারীরা আজ সাবলম্বী।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-সচিব শাহনওয়াজ দিলরুবা খান, সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা জিনাত জাহান।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী, এনজিও প্রতিনিধি ও জেলা আওয়ামী মহিলা লীগের কর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd