সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৮
সিলেট :: যথাযথ মর্যাদা, গভীর শ্রদ্ধা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহিদ ও ভাষা সৈনিকদের স্মরণের মাধ্যমে পালিত হয়েছে ভাষা শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ২০১৮ এর প্রথম প্রহর।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচাল; ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, উপ পরিচালক ডা. দেববত রায়, ডা. আজিজ আহমদ মালিক সহকারী পরিচালক (প্রশাসন) , ডা. আলাউদ্দীন আহমদ সহকারী পরিচালক (অর্থ) , ডা.সাদীন কুমার দাশ সিনিয়র ষ্টোর অফিসার , ডা. আবু নঈম মোহাম্মদ আর পি মেডিসিন , ডা. অরুন কুমার বৈষব আর এস জেনারেল , ডা. এস এম আসাদুজজামান জুয়েল আর এস নিউরো সারজারি , ডা. শ্যামল চন্দ্র বর্মণ , ডা. আফসার উদ্দীন আর এস ট্রমা এন্ড অর্থ , ডা.নির্ঝর ভট্রাচার্য্য মেডিকেল অফিসার চর্ম ও যৌন রোগ বিভাগ, ডা. মনোজ চৌধুধী ইমারজেন্সী মেডিকেল অফিসার, ডা. আফজালুল আলম ইন্টার্ন প্রেসিডেন্ট , ডা. হারুনুর রশিদ ইন্টার্ন ভাইস প্রেসিডেন্ট , ডা. মোঃ ইকবাল হোসেন ইন্টার্ন যুগ্ম-সাধারণ সম্পাদক, অনিন্দ্র ভৌমিক , ডা. সঞ্চিতা রাণী সিনহা আর এস গাইনী, ডা. ফাতেমা ইয়াসমিন আর এস শিশু, ডা. কৃঞ্চ কান্তি ভৌমিক আর এস ই এন টি, ডা. শাহরিয়ার আহমদ খলিল চৌধুরী, মাহমুদুল হাসান মানসিক, শিউলী আক্তার ভারপাপ্ত সেবা তত্তাবাধায়ক, পরিল বণিক ভারপাপ্ত উপ-সেবা তত্তাবাধায়ক, ইসরাইল আলী সাদেক চৌধুরী নাসিং কর্মকর্তা, অরবিন্দু দাশ নাসিং কর্মকর্তা, রেখা রাণী বণিক ভারপাপ্ত নাসিং সুপারভাইজার, মোহাম্মদ রুহুল আমিন পিএ টু পরিচালক , মোঃ রওশন হাবিব ওয়ার্ড মাস্টার, মোঃ অহিদুর রহমান আই সিটি , আবুল খয়ের চৌধুরী ওয়ার্ড মাস্টার , নাসির উদ্দিন আনসার কমান্ডার , গবিন্ধ দেব নাথ ড্রাইবার , ইমরান হোসেন ২ সাবেক সাধারণ সম্পাদক ৪র্থ শ্রেণী, ফারুক হোসেন ভূইয়া সাবেক সহ-সভাপতি ৪র্থ শ্রেণী, হেলাল উদ্দীন ড্রাইবার ইনচার্জ, ইসমাইল হোসেন , প্রনব কুমার সিংহ, বিজয়া প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd