সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
নিজস্ব প্রতিবেদন :: সিলেটের কানাইঘাট উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভ’মি লোভাছড়া। দিনদিন তা খাবেলে খাচ্ছে পাথরখেকোরা। ফলে এ এলাকার পাথর কোয়ারীগুলোতে থামছে না শ্রমিকদের মৃত্যুমিছিল। কিছুদিন পর পর ঘটছে পাথর টাপায় শ্রমিকের মৃত্যু। গত কয়েকদিন পূর্বে পাথর চাপায় দুই শিশু শ্রমিক মৃত্যুর কয়েকদিনের মাথায় গত শনিবার (২৪.০২.২০১৮) লোভাছড়ায় মৃত্যু ঘটেছে আরেক শ্রমিকের । স্থানীয় সাউদগ্রামের আনোয়ার হোসেন আনইর অবৈধ গর্তে পাথরচাপায় তার মৃত্যু ঘটে। নিহত ফরমান উল্লাহ (৫০) সুনামগঞ্জ জেলার কাইলা গ্রামের মৃত আমিন উল্লাহর পুত্র । ঘটনার পরই গর্তের মালিক নিহতের পরিবারের সাথে সমঝোতা করে লাশ গুম করার চেষ্টা করেন। কিন্তু ঘটনা জানাজানি হয়ে গেলে লাশ গুম করা সম্ভব হয়নি। পুলিশ ফরমান উরøাহর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। খবর পেয়ে কানাইঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্র্শনকালে তিনি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে পুলিশকে নির্দেশ দেন।
অভিযোগ পাওয়া গেছে, কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারীতে অবৈধ পাথর উত্তোলন বন্ধ হচ্ছে না। শাসকদলীয় নেতা জনৈক মোশতাক আহমদ পলাশের ছত্রছায়ায় সর্বদলীয় পাথরখেকো সিন্ডিকেট লোভাছড়ায় পরিবেশ বিধ্বংসী পাথর উত্তোলন করছে। আর স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দিচ্ছেন রাজননৈতিক নেতা ও হোতারা। ফলে একের পর পরিবেশ বিধ্বংসী ও জীবন বিনাশী ঘটনার মূল হোতারা সবসময় রয়ে যান ধরাছোঁয়ার বাইরে। প্রতিনিয়ত লোভাছড়া এলাকায় গভীর ও বিশাল গর্ত করে পাথর উত্তোলন করা হচ্ছে । পাথর খেকোরা একাধিক সমিতি করে রাজনৈতিক নেতা হোতা ও প্রশাসনিক কর্তাব্যক্তি এবং স্থানীয় মিডিয়া কর্মীদের বখরা-মসোহারা দিয়ে থাকে তাদের বন্দ করে রাখেন। আর এ কারনে বন্ধ হচ্ছে না প্রাকৃতিক শোভামন্ডিত লোভাছড়ায় অবৈধ পাথর উত্তোলন। গত এক বছরে লোভাছড়ায় পাথর ধ্বসে দুই শিশুসহ ৫জনের প্রাণহানী ঘটে। প্রশাসনের অগোচরে আরো অনেক হতাহতের ঘটনা ঘটলে তা রফাদফার মধ্যদিয়ে চাপা দেয়া হয়েছে।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানান, কোয়ারীতে গর্তের মাটি চাপা পড়ে পাথর শ্রমিক ফরমান উল্লাহর মৃত্যু ঘটেছে এবং লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। লোভাছড়া সাউদগ্রাম এলাকায় লীজ বর্হিভূত পাথর উত্তোলন বন্ধ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কানাইঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নুনু মিয়া শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তাদের গ্রেফতারে পুলিশের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd