দক্ষিণ সুরমার শিববাড়ি জৈনপুরে রাস্তা নিয়ে দু’পক্ষে চরম উত্তেজনা

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮

 

ক্রাইম সিলেট ডেস্ক : দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকাধীন জৈনপুরে রাস্তা নিয়ে দু’পক্ষে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকার শান্তিকামী মানুষ। জনৈক মনোজ কান্তি তালুকদার এলাকার ৮টি পরিবারের রাস্তা জবরদখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন্ন। সম্প্রতি তিনি ওই পরিবারগুলোর বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলতে শুরু করলে উত্তেজনা আরো চরম আকার ধারণে করেছে।

জানা গেছে, দুক্ষিণ সুরমার শিববাড়ি জৈনপুর আবাসিক এলাকায় ৭টি হিন্দু পরিবার সহ ৮টি পরিবার পৃথক প্লটের মালিক দখলকার হয়ে উন্নয়ন কাজ করছেন। মালিকগনের মধ্যে অনেক সরকারী চাকরিজীবি ও পেশাজীবি লোক রযেছেন। তাদের প্লটের অদূরেই যুক্তরাজ্য প্রবাসী গোলাম কিবরিয়া হিরা’র ম্যানেজার মনোজ কান্তির তালুকদারের বাড়ি। মনোজ কান্তির নিজস্ব ও নির্ধারিত রাস্তা থাকা সত্বেও তার বিদুৎতের খূটি ওই ৮পরিবারের রাস্তার উপর দিয়ে জোরপূর্বক নিয়ে গেছেন। এখন তাদের রাস্তা দিয়ে গ্যাস লাইন নেয়ারও চেষ্টা করছেন। এ বিষয়ে বিদুৎ ও গ্যাস অফিসে অভিযোগ দেয়ায় মনোজ কান্তি আরো ক্ষিপ্ত হয়ে উঠেছেন। তিনি এখন ওই ৮পরিবারে রাস্তাকে নিজ রাস্তা দাবি করে বসেন এবং রাস্তার ধার দিয়ে ওই ৮পরিবারের নির্মিত বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলতে শুরু করেছেন। পাশপাশি প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্তাব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে তাদেরকে নানা ভয়-ভীতি দেখিয়ে চলেছেন। ফলে উভয়পক্ষে এক উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি রয়েছে। এলাকার শান্তিকামী মানুষ আইনশৃংখলা রক্ষার্থে এ বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু পদক্ষেপ ও দ্রুততর হস্তক্ষেপ কামনা করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

February 2018
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  

সর্বশেষ খবর

………………………..