সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : রাজধানীর কাপ্তান বাজারের ব্যবসায়ী ও প্রকৌশলী আরেফিন আবেদীন খান রাজন হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও আলমগীর ঢালী। এর মধ্যে ঢালী বাদে বাকি দুজন পলাতক।
এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মাসুদ আহমেদ, নাজমুল ও নিয়ামত।
মামলার নথিসূত্রে জানা যায়, রাজন কাপ্তান বাজার এলাকার এরশাদ মার্কেটের ‘বিক্রম পাওয়ার’ নামে এনার্জি বাল্ব বিপণনকারী একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।
২০১৫ সালের ১৩ অক্টোবর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিখোঁজ হন তিনি। পরের দিন দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চিতাখোলা এলাকার একটি ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এ ঘটনায় রাজনের মা হোসনে আরা বেগম বাদি হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ ছয়জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। গ্রেফতারকৃতরা আসামিরা জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
মামলাটিতে মোট ২২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd